বিনোদন বার্তাঃ চোখের ইনফেকশনে ভুগছেন বিপাশা বসু। গত দু’দিন ধরে তার চোখ অস্বাভাবিক লাল হয়ে আছে। প্রচ- ব্যথায় তিনি বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। ডাক্তার দেখিয়েছেন। সাধারণ ইনফেকশন বলেই ডাক্তার ধরে নিয়েছেন। তিনি বিপাশাকে কয়েকদিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। অসুস্থ অবস্থায়ই বিপাশা টুইটে লেখেন, ‘দুদিন ধরে আমার চোখ অস্বাভাবিক লাল হয়ে আছে। দারুণ যন্ত্রণাও করছে। চোখের কারণে নিজেকে এখন বড়ই অসহায় মনে হচ্ছে। এত কাজ জমে আছে কিন্তু আমি করতে পারছি না।’ প্রসঙ্গত, বিপাশা বসু গত কয়েকদিন ধরে তার নতুন ছবি ‘জোড়ি ব্রেকার্স’র কিছু বিশেষ অংশ চিত্রায়ন এবং প্রচারের কাজ করেছেন। আশ্বিনি চৌধুরীর পরিচালনায় এ ছবিতে বিপাশার বিপরীতে আছে আর. মাধবন। ছবিটি ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
হা হা আরো কত ইনফেকশন হবে
ReplyDelete