নায়করাজ রাজ্জাকঃ
আমাদের শিল্পের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। শুধু চলচ্চিত্র নয়, মিডিয়ার প্রতিটি ক্ষেত্রেই ছিল তার অবাধ ও সাবলীল বিচরণ। আমাদের শিল্প থেকে একের পর এক এভাবে গুণী শিল্পীরা চলে যাচ্ছেন। এটা সত্যিই দুর্ভাগ্যের। আমার প্রযোজিত পরিচালিত প্রতিটি চলচ্চিত্রেই কাজ করেছেন তিনি। অভিনয় জীবনে যে দক্ষতার ছাপ রেখে গেছেন তাতে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।
হানিফ সংকেতঃ
অমলদা'র চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটি 'ইত্যাদি' পরিবারের জন্য অত্যন্ত কষ্ট ও বেদনার। এই পরিবারের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি। এতে নানা-নাতি নাট্য পর্বে চমৎকার কাজ করে গেছেন এই শক্তিমান অভিনেতা। এই চরিত্রের কারণে সবাই তাকে নানা বলেই জানত। এত বয়সেও যে কোনো চরিত্রে তিনি যেভাবে সাবলীলতার সঙ্গে অভিনয় করতেন তা অনবদ্য এমন গুণী শিল্পী আর আছে বলে আমার জানা নেই। অমলদা'র মৃত্যুতে শিল্প অঙ্গন হারিয়েছে একজন দক্ষ ও বলিষ্ঠ অভিনেতাকে। 'ইত্যাদি' পরিবারের পক্ষ থেকে তার আত্দার সদগতি কামনা করছি।
শাকিব খানঃ
অমল দা আমাদের অগ্রজ। অগ্রজদের তৈরি পথ ধরে আমিও হাঁটছি। অমল দা চলে গিয়ে যে শূন্যতা তৈরি করলেন, তা পূরণ হবে না।
আমাদের শিল্পের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। শুধু চলচ্চিত্র নয়, মিডিয়ার প্রতিটি ক্ষেত্রেই ছিল তার অবাধ ও সাবলীল বিচরণ। আমাদের শিল্প থেকে একের পর এক এভাবে গুণী শিল্পীরা চলে যাচ্ছেন। এটা সত্যিই দুর্ভাগ্যের। আমার প্রযোজিত পরিচালিত প্রতিটি চলচ্চিত্রেই কাজ করেছেন তিনি। অভিনয় জীবনে যে দক্ষতার ছাপ রেখে গেছেন তাতে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।
হানিফ সংকেতঃ
অমলদা'র চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটি 'ইত্যাদি' পরিবারের জন্য অত্যন্ত কষ্ট ও বেদনার। এই পরিবারের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি। এতে নানা-নাতি নাট্য পর্বে চমৎকার কাজ করে গেছেন এই শক্তিমান অভিনেতা। এই চরিত্রের কারণে সবাই তাকে নানা বলেই জানত। এত বয়সেও যে কোনো চরিত্রে তিনি যেভাবে সাবলীলতার সঙ্গে অভিনয় করতেন তা অনবদ্য এমন গুণী শিল্পী আর আছে বলে আমার জানা নেই। অমলদা'র মৃত্যুতে শিল্প অঙ্গন হারিয়েছে একজন দক্ষ ও বলিষ্ঠ অভিনেতাকে। 'ইত্যাদি' পরিবারের পক্ষ থেকে তার আত্দার সদগতি কামনা করছি।
শাকিব খানঃ
অমল দা আমাদের অগ্রজ। অগ্রজদের তৈরি পথ ধরে আমিও হাঁটছি। অমল দা চলে গিয়ে যে শূন্যতা তৈরি করলেন, তা পূরণ হবে না।
0 comments