
বিনোদন জগৎ: নৃত্য নিয়ে চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১২'। এ প্রতিযোগিতার মাধ্যমে চ্যানেল আই খুঁজে বের করবে দেশের সেরা নৃত্য প্রতিভাকে। এ উপলক্ষে গতকাল চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা রাজ্জাক, ফেরদৌস ও পূর্ণিমা। প্রতিযোগিতাটির পরিকল্পনা করছেন রুমানা রশিদ ঈশিতা এবং পরিচালনা করছেন ইবনে হাসান খান। ১৬ থেকে ৩০ বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নৃত্যের বিভিন্ন শাখায় পারদর্শী নৃত্যশিল্পীদের মধ্যে থেকে সেরা শিল্পীকে খুঁজে বের করবেন বিচারক প্যানেলে থাকা অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। এ প্রতিযোগিতার বিশেষ বিচারক থাকবেন অভিনেতা রাজ্জাক। সারা দেশ থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত ১০০ জন প্রতিযোগীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হবে। বাছাই করা ২০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য
এই লিংকের ওয়েবসাইটে নাম নিবন্ধন করা যাবে।
0 comments