বিনোদন বার্তাঃ বডিগার্ড’ খ্যাত অভিনেতা সালমান খানকে অচিরাত্ ক্রিকেটের ব্যাট হাতে মাঠে দেখা যাবে চার-ছক্কা হাঁকাতে। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মারাঠি ছবি ‘শিকশানাচায়া আইচা ঘো’ এর হিন্দি রিমেকে ধোনির চরিত্রে অভিনয় করছেন তিনি। মারাঠি ছবিটি হিন্দি ভাষায় তৈরির পরিকল্পনা করেছেন পরিচালক মহেশ মাঞ্জারেকার।
মারাঠি ছবিটির হিন্দি রিমেকে রাজি হয়েছেন সালমান, এমন খবর দিয়েছে মিড-ডে ডটকম। শিগগিরই এই ছবির কাজ শুরু করতে চান পরিচালক মহেশ মাঞ্জারেকার। কারণ মারাঠি এই ছবি নিয়ে দক্ষিণের পরিচালক প্রকাশ রাজও ‘ধোনি’ নামে একটি তামিল ছবি তৈরি করবেন বলে জানা গেছে।
পরিচালক মহেশ মাঞ্জারেকার জানিয়েছেন, ‘এখন বলিউডে দক্ষিণের ছবি তৈরির ঢল নেমেছে। তাই বলিউডে আর কেউ প্রকাশের “ধোনি” ছবির স্বত্ব কিনে নেওয়ার আগেই মারাঠি ছবিটি হিন্দিতে তৈরির কাজ শুরু করতে চাই।’
ছবিটির হিন্দি নাম কী হবে তা এখনো ঠিক হয়নি। তবে, ছবির কাহিনি একই থাকছে। এই ছবির কাহিনি পড়াশোনার চাপে পড়া এক ক্রিকেটপাগল তরুণকে নিয়ে।
মারাঠি ছবিটির হিন্দি রিমেকে রাজি হয়েছেন সালমান, এমন খবর দিয়েছে মিড-ডে ডটকম। শিগগিরই এই ছবির কাজ শুরু করতে চান পরিচালক মহেশ মাঞ্জারেকার। কারণ মারাঠি এই ছবি নিয়ে দক্ষিণের পরিচালক প্রকাশ রাজও ‘ধোনি’ নামে একটি তামিল ছবি তৈরি করবেন বলে জানা গেছে।
পরিচালক মহেশ মাঞ্জারেকার জানিয়েছেন, ‘এখন বলিউডে দক্ষিণের ছবি তৈরির ঢল নেমেছে। তাই বলিউডে আর কেউ প্রকাশের “ধোনি” ছবির স্বত্ব কিনে নেওয়ার আগেই মারাঠি ছবিটি হিন্দিতে তৈরির কাজ শুরু করতে চাই।’
ছবিটির হিন্দি নাম কী হবে তা এখনো ঠিক হয়নি। তবে, ছবির কাহিনি একই থাকছে। এই ছবির কাহিনি পড়াশোনার চাপে পড়া এক ক্রিকেটপাগল তরুণকে নিয়ে।
তামিল ভাষায় মারাঠি এই ছবি তৈরি বিষয়ে মহেশ মাঞ্জারেকার জানিয়েছেন, ‘প্রকাশ আমার বন্ধু। সে যখন আমার ছবিটি তামিল ভাষায় পরিচালনা করতে চাইল, আমি আনন্দের সঙ্গে তাকে সম্মতি দিয়েছি। এই ছবিতে শিক্ষাব্যবস্থা সম্পর্কে ভালো একটি বার্তা দেওয়া হয়েছে এবং আমি সেটা ছড়িয়ে দিতে চাইছি।’
0 comments