বিনোদন জগৎ:শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ সম্ভবত পরিচালক সাজিদ খানের প্রেমে ভালো রকমই মজেছেন। প্রেমিকের কথা রাখতে, তাঁর প্রেমের মূল্য দিতেই এ পর্যন্ত খান তিনেক ছবির ভালো প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জ্যাকুলিন।
আগের প্রেমিক বাহরাইনের প্রিন্সের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই জ্যাকুলিন ফার্নান্দেজ প্রেমে পড়েন বলিউডের নির্মাতা সাজিদ খানের। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো জ্যাকুলিনের ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে যে কারণটি জানিয়েছে, সেটি এককথায় বললে বলতে হয়—প্রেমের মূল্য দিচ্ছেন জ্যাকুলিন।
জানা গেছে, নতুন করে আর কোনো ছবিতে খোলামেলা ও বিকিনি দৃশ্যে জ্যাকুলিনের অভিনয়ের বিষয়টি সাজিদ খান চাইছেন না! অথচ খোলামেলা দৃশ্যে ছবি সাজানোর ব্যাপারে বলিউডে সাজিদ খানের যথেষ্ট সুনাম রয়েছে! এখন সাজিদই আর চাইছেন না অন্যের ছবিতে খোলামেলা দৃশ্যে তাঁর ‘নায়িকা’ জ্যাকুলিনের অভিনয়! এদিকে জ্যাকুলিনও সাজিদের অনুমতি ছাড়া অন্য কোন ছবিতে অভিনয়ের প্রস্তাবে আর সাড়া দিচ্ছেন না।
বিষয়টি দাঁড়িয়েছে এমন যে ছবির প্রস্তাব আসলে স্ক্রিপ্ট আগে পড়ছেন সাজিদ, ছবিতে খোলামেলা দৃশ্য থাকলে জ্যাকুলিনকে স্রেফ ‘না’ জানিয়ে দিতেই পরামর্শ দিচ্ছেন তিনি। আর জ্যাকুলিনও ঠিক তা-ই করছেন। রেস ২, জিসম ৩—ছবিগুলো থেকে বাদ পড়া পেছনেও এই প্রেমের মূল্যই কারণ!
শুধু তা-ই নয়, টিএনএন জানিয়েছে, কৃষ ৩ থেকে সরে দাঁড়ানোর পেছনেও সাজিদেরই পরামর্শ ছিল। সাজিদ চাননি কৃষ ৩-এ হূতিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করুন জ্যাকুলিন।
প্রেমে বাহবা কুড়ালেও সম্ভবত জ্যাকুলিন এসব আকর্ষণীয় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের ক্যারিয়ারকেই বিপন্ন করছেন। টিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালকের বরাতে এমন কথাই জানিয়েছে।
আগের প্রেমিক বাহরাইনের প্রিন্সের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই জ্যাকুলিন ফার্নান্দেজ প্রেমে পড়েন বলিউডের নির্মাতা সাজিদ খানের। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো জ্যাকুলিনের ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে যে কারণটি জানিয়েছে, সেটি এককথায় বললে বলতে হয়—প্রেমের মূল্য দিচ্ছেন জ্যাকুলিন।
জানা গেছে, নতুন করে আর কোনো ছবিতে খোলামেলা ও বিকিনি দৃশ্যে জ্যাকুলিনের অভিনয়ের বিষয়টি সাজিদ খান চাইছেন না! অথচ খোলামেলা দৃশ্যে ছবি সাজানোর ব্যাপারে বলিউডে সাজিদ খানের যথেষ্ট সুনাম রয়েছে! এখন সাজিদই আর চাইছেন না অন্যের ছবিতে খোলামেলা দৃশ্যে তাঁর ‘নায়িকা’ জ্যাকুলিনের অভিনয়! এদিকে জ্যাকুলিনও সাজিদের অনুমতি ছাড়া অন্য কোন ছবিতে অভিনয়ের প্রস্তাবে আর সাড়া দিচ্ছেন না।
বিষয়টি দাঁড়িয়েছে এমন যে ছবির প্রস্তাব আসলে স্ক্রিপ্ট আগে পড়ছেন সাজিদ, ছবিতে খোলামেলা দৃশ্য থাকলে জ্যাকুলিনকে স্রেফ ‘না’ জানিয়ে দিতেই পরামর্শ দিচ্ছেন তিনি। আর জ্যাকুলিনও ঠিক তা-ই করছেন। রেস ২, জিসম ৩—ছবিগুলো থেকে বাদ পড়া পেছনেও এই প্রেমের মূল্যই কারণ!
শুধু তা-ই নয়, টিএনএন জানিয়েছে, কৃষ ৩ থেকে সরে দাঁড়ানোর পেছনেও সাজিদেরই পরামর্শ ছিল। সাজিদ চাননি কৃষ ৩-এ হূতিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করুন জ্যাকুলিন।
প্রেমে বাহবা কুড়ালেও সম্ভবত জ্যাকুলিন এসব আকর্ষণীয় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজের ক্যারিয়ারকেই বিপন্ন করছেন। টিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালকের বরাতে এমন কথাই জানিয়েছে।
0 comments