Pages

বিনোদন বিশ্বের সব লেটেস্ট আপডেট শুধু মাত্র আপনার জন্য

অভিনেতা অমল বোস চলে গেলেন না ফেরার দেশে

বিনোদন জগৎ:জনপ্রিয় কমেডি অভিনেতা অমল বোস ( ১৯৪৩-২০১২)। নানা’ খ্যাত খ্যাতিমান অভিনেতা অমল বোস আর নেই। সোমবার বেলা ১২টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। অমল বোসের পরিবার সূত্র জানা যায়, ঢাকার বাইরে একটি ছবির শুটিংয়ে অংশ নেয়ার জন্য সকালে অমল বোস তার রামপুরা বাসায় তৈরি হচ্ছিলেন। এ সময় হঠাৎ বুকে প্রচ- ব্যথা অনুভব করেন। বেলা ১১টায় তিনি অচেতন হয়ে পড়েন। ১২টায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকালে অ্যাপোলো হাসপাতাল থেকে অমল বোসের মৃতদেহ আনা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে। তবে সন্ধ্যা পর্যন্ত অমল বোসের অন্ত্যেষ্টিক্রিয়া বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তার জামাতা ইন্দ্রজিৎ সরকার। জনপ্রিয় অভিনেতা অমল বোসের জন্ম ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারীতে। তিনি একাধারে চলচ্চিত্র, মঞ্চ, টিভি ও বেতারে অভিনয় করেছেন। ষাটের দশক থেকে অমল বোস অভিনয় শুরু করেন। তার অভিনয়ের শুরুটা যাত্রামঞ্চের মাধ্যমে। ষাটের দশক থেকেই ঢাকার ক্লাব ও অফিসের সৌখিন নাটকে তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেন। তার পরিচালনায় মঞ্চে বহু নাটক মঞ্চায়িত হয়েছে। অবসর, শৈবাল, রংধনু প্রভৃতি নাট্যদলের সঙ্গে তিনি জড়িত ছিলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘নানা’ চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। এতে ‘নানা-নাতি’র নাট্যাংশে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলমান সময়ের নানা অসঙ্গতি তুলে ধরতেন তিনি। অমল বোস অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘রাজা সন্নাসী’, ‘মহুয়া’, ‘নীল আকাশের নিচে’, ‘সোনালি আকাশ’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘গুনাই বিবি’, ‘রাজলক্ষী-শ্রীকান্ত’ ‘অবিচার’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘আমি সেই মেয়ে’, ‘তোমাকে চাই’, ‘মন মানে না’ প্রভৃতি। এছাড়া ‘আজকের প্রতিবাদ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অমল বোস।বিশিষ্ট অভিনেতা অমল বোস সোমবার মারা গেছেন। রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে এ্যাপোলো হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় এ অভিনেতা বাংলাদেশ টেলিভিশন, রেডিও, চলচ্চিত্রে ও বিজ্ঞাপণে সর্বক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। বাংলাদেশ টেলিভিশনের বিপুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নানার চরিত্র দীর্ঘদিন অভিনয় করেন তিনি।তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 বিনোদন বার্তা ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0