
বিনোদন জগৎ:গেল শুক্রবার ওমেন অ্যান্ড দ্য ওয়েট লস তামাশা নামের এক বইয়ের মোড়ক উন্মোচন করলেন কারিনা কাপুর। লেখক তাঁর ‘ওয়েট লসের’ বইয়ের জন্য এমন ‘লস ওয়েটের’ আর কাউকে খুঁজে পেতেন না বোধ হয়, অন্তত বলিউডে। তবে সাইজ জিরো কারিনা তাঁর মুকুটটি ‘মাথান্তরিত’ করতে চাইছেন এবার! বলছেন, বড় বোন কারিশমাই নাকি এখন বলিউডের সাইজ জিরোর রানি! ২০ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ শেষে সদ্যই ঘরে ফিরেছেন কারিনা। আর এসেই নাকি নাক ডুবিয়ে খানাপিনা শুরু করেছেন। খাবারের তালিকায় আছে আলু আর গোভি পরোটা। পাশাপাশি জানালেন, এ খাবারে পেটও ভরে আবার সাইজ জিরোও হওয়া যায়!
0 comments