বিনোদন জগৎ: হৃতিক -প্রিয়াংকার প্রথম পর্দা রসায়ন নিশ্চয়ই মনে আছে। 'কৃশ' ছবিতে দুর্দান্ত রোমান্স দেখিয়েছিলেন তারা। কিন্তু হৃতিক-প্রিয়াংকা বলছেন, 'কৃশ'র রোমান্স কিছুই না 'অগি্নপথ'র কাছে। উপরের ছবি থেকেও তাদের রোমান্সের অাঁচ পাওয়া যাচ্ছে। ভক্তদের মন কি আর মানে! 'অগি্নপথ' দেখানোর জন্য হৃতি্বক-প্রিয়াংকার এ মন্তব্যই যথেষ্ট। হ্যাঁ, আসছে ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে তাদের এ জুটির নতুন ছবি 'অগি্নপথ'। করণ মালহোত্রা পরিচালিত এ ছবি নিয়ে এরই মাঝে দর্শকের মাঝে তুমুল আগ্রহ। নিশ্চয়ই সুপারহিট ছবি হতে যাচ্ছে এটি। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। 'অগি্নপথ' শিরোনামে ১৯৯০ সালে একটি ছবি মুক্তি পেয়েছিল। এটি সেটিরই রিমেক।
0 comments