Pages

বিনোদন বিশ্বের সব লেটেস্ট আপডেট শুধু মাত্র আপনার জন্য

মীরাক্কেল ৬ এর চূড়ান্ত পর্বের উদ্দেশে ৪ বাংলাদেশী

বিনোদন জগৎ:জি বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর এখন চলছে চূড়ান্ত পর্ব। আর চূড়ান্ত পর্বে অংশ নেবেন বাংলাদেশের চার প্রতিযোগী—জামিল হোসেন, ইশতিয়াক নাসির, আনোয়ারুল আলম সজল ও আবু হেনা রনি।

গতকাল সোমবার চার বাংলাদেশি প্রতিযোগীর মধ্যে জামিল ও ইশতিয়াক, এ দুজন তাঁদের ভিসা হাতে পেয়েছেন। আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে তাঁরা দুজন কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়লেও আরও কয়েক দিন অপেক্ষা করতে হচ্ছে আবু হেনা রনি ও আনোয়ারুল আলম সজলকে। কেননা এঁদের দুজনের ভিসা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ২৬ জানুয়ারি সজলের এবং ৩১ জানুয়ারি আবু হেনা রনি ভিসার জন্য দূতাবাসের মুখোমুখি হবেন।

মীরাক্কেলের দুই প্রতিযোগী জামিল ও ইশতিয়াক বলেন, ‘প্রথম যখন মীরাক্কেলে নাম লিখিয়েছিলাম, তখন ভাবনায়ও ছিল না যে এত দূর আসতে পারব। পরের গল্প তো সবারই জানা। পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে এখন আবারও কলকাতায় যাচ্ছি। খুবই ভালো লাগছে।’

তাঁরা আরও বলেন, গত দুই সপ্তাহ আমাদের জীবনের অন্যতম কিছু সময় সবার সঙ্গে পার করেছি। এটা একেবারে ভোলার মতো নয়।

উল্লেখ্য, ভারতের ১৬ জন ও বাংলাদেশের ১৪ জন, মোট ৩০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল মীরাক্কেলের এবারের আয়োজনটি। মীরাক্কেলের চূড়ান্ত পর্বে উঠেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। আগামী মার্চ থেকে এ প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশের ৩০ জন প্রতিযোগী।

প্রতিযোগী নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন ‘মীরাক্কেল-৬’-এর অনুষ্ঠান পরিচালক শুভংকর চট্টোপাধ্যায়, নির্বাহী পরিচালক নবনীতা সেন, অভিষেক চট্টোপাধ্যায়, জি বাংলার অনুষ্ঠানপ্রধান সুদীপ্ত ভৌমিক ও ‘দিদি নাম্বার ওয়ান’-এর পরিচালক অভিজিত্ দত্ত।

জানা গেছে, ৩ ফেব্রুয়ারি ঢাকায় এফডিসিতে, ৬ ফেব্রুয়ারি বরিশালের সাউথ কিং মিলনায়তনে এবং ৮ ফেব্রুয়ারি খুলনায় শিল্পকলা একাডেমীতে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। দেশের অন্যান্য জেলার প্রতিযোগীরাও এতে অংশ নিতে পারবেন। নির্ধারিত দিনের আগে প্রতিযোগীদের বাসা-১৩/১০, সড়ক-২, শ্যামলী ঠিকানায় অথবা ০১৭৫০০৩১৩৪৪-৮ নম্বরে নাম নিবন্ধন করতে হবে।

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর এখন চলছে এসএমএস রাউন্ড। বাংলাদেশ থেকেও যে কেউ এসএমএস করতে পারবেন। বাংলাদেশের যেকোনো মুঠোফোন থেকে ২২৩৩ এই নম্বরে এসএমএস করে ভোট দিতে পারবেন আগ্রহীরা।
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
Posts RSSComments RSSBack to top
© 2011 বিনোদন বার্তা ∙ Designed by BlogThietKe
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0