বিনোদন জগৎ:ভারতের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের ডিজাইন করা পোশাক নিয়ে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল' ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে অংশ নেবেন ঢাকা ও কলকাতার চলচ্চিত্র ও টিভির অভিনয়শিল্পী এবং ২৫ জন র্যাম্প মডেল। এ ফ্যাশন শোতে অংশ নিতে ঢাকায় আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাওলি দাম। আর ঢাকা থেকে অংশ নিচ্ছেন নোবেল, তিশা, সারিকা, বিন্দু, মিম, মমসহ আরো অনেকে। দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান জানান, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে এ আয়োজন নয়। ফ্যাশন শোতে অগ্নিমিত্রা পলের ডিজাইন করা পোশাকগুলো নিলাম করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে প্রদান করা হবে। অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার স্বনন শাহরিয়ার বলেন, 'এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা কৃতজ্ঞ।'
উল্লেখ্য, ফ্যাশন শো রাত পৌনে ৮টায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ৯টায়। এরপর বাংলা গানের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর ও পিন্টু ঘোষ সংগীত পরিবেশন করবেন। পুরো আয়োজনটি দেশ টিভিতে সরাসরি দেখানো হবে।
0 comments