বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা রয়েল বেঙ্গলসের সঙ্গে যুক্ত হলেন সংগীতশিল্পী হাবিব ও ফেরদৌস ওয়াহিদ। বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলস দলটির একটি শিরোনাম সংগীত তৈরি করেছেন হাবিব। আর এতে তাঁর দ্বৈত কণ্ঠে গান করেছেন হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ।
গতকাল বুধবার হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রক ফিউশনধর্মী গানটির কথা হচ্ছে, ‘ঘুম ভুলে যাও, দেখো রূপসার বুক থেকে আসছে নতুন এক ঢেউ/এবার জমবে খেলা, শিকারের এই নেশা, রুখতে পারবে না কেউ/ হুংকার গর্জনে সবটুকু অর্জন, কেড়ে নেবো ব্যাটে আর বলে।’ গানটির কথা লিখেছেন আসিফুর রহমান। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলো অনলাইনকে হাবিব ও ফেরদৌস ওয়াহিদ দুজনেই খুলনা রয়েল বেঙ্গলসের গানটি করার ব্যাপারটি নিশ্চিত করেন।
হাবিব জানিয়েছেন, ‘আমি এখন ন্যান্সির একক অ্যালবামটির কাজ নিয়েই ব্যস্ত। খুলনা রয়েল বেঙ্গলস দলের গানটি করার জন্য খুব বেশি সময় পাইনি। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর ও সংগীত পরিচালনা করেছি। সুন্দরবনসহ খুলনার নানা বিষয় তুলে ধরা হয়েছে গানটির কথায়। আমার অন্য গানগুলোর চেয়ে এটি একেবারে আলাদা।’
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটি বাবা-ছেলের দ্বিতীয়বারের মতো একসঙ্গে গান করা। সারা দেশের মানুষ এখন বিপিএল উন্মাদনায় মত্ত! সবার চোখই এখন এই আয়োজনের দিকে। এই আয়োজন নিয়ে এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে দারুণ লাগছে! আশা করি সারা দেশের মানুষ গানটি পছন্দ করবে।’
ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘বাবা হিসেবে নয়। একজন শিল্পী হিসেবে বলতে চাই গানটির মাধ্যমে সবাই অন্য এক হাবিবকে খুঁজে পাবে। রয়েল বেঙ্গল টাইগারের লাফ দেওয়ার যে ছন্দ গানের ছন্দে তার পুরোটাই উঠে এসেছে। সত্যিকার অর্থেই গানটি অনেক বেশি উদ্দীপনা জাগাবে সবাইকে।’
উল্লেখ্য, হাবিব ও ফেরদৌস ওয়াহিদ সর্বশেষ অবশেষে অ্যালবামে একসঙ্গে গান করেন।
গতকাল বুধবার হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রক ফিউশনধর্মী গানটির কথা হচ্ছে, ‘ঘুম ভুলে যাও, দেখো রূপসার বুক থেকে আসছে নতুন এক ঢেউ/এবার জমবে খেলা, শিকারের এই নেশা, রুখতে পারবে না কেউ/ হুংকার গর্জনে সবটুকু অর্জন, কেড়ে নেবো ব্যাটে আর বলে।’ গানটির কথা লিখেছেন আসিফুর রহমান। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলো অনলাইনকে হাবিব ও ফেরদৌস ওয়াহিদ দুজনেই খুলনা রয়েল বেঙ্গলসের গানটি করার ব্যাপারটি নিশ্চিত করেন।
হাবিব জানিয়েছেন, ‘আমি এখন ন্যান্সির একক অ্যালবামটির কাজ নিয়েই ব্যস্ত। খুলনা রয়েল বেঙ্গলস দলের গানটি করার জন্য খুব বেশি সময় পাইনি। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর ও সংগীত পরিচালনা করেছি। সুন্দরবনসহ খুলনার নানা বিষয় তুলে ধরা হয়েছে গানটির কথায়। আমার অন্য গানগুলোর চেয়ে এটি একেবারে আলাদা।’
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এটি বাবা-ছেলের দ্বিতীয়বারের মতো একসঙ্গে গান করা। সারা দেশের মানুষ এখন বিপিএল উন্মাদনায় মত্ত! সবার চোখই এখন এই আয়োজনের দিকে। এই আয়োজন নিয়ে এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে দারুণ লাগছে! আশা করি সারা দেশের মানুষ গানটি পছন্দ করবে।’
ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘বাবা হিসেবে নয়। একজন শিল্পী হিসেবে বলতে চাই গানটির মাধ্যমে সবাই অন্য এক হাবিবকে খুঁজে পাবে। রয়েল বেঙ্গল টাইগারের লাফ দেওয়ার যে ছন্দ গানের ছন্দে তার পুরোটাই উঠে এসেছে। সত্যিকার অর্থেই গানটি অনেক বেশি উদ্দীপনা জাগাবে সবাইকে।’
উল্লেখ্য, হাবিব ও ফেরদৌস ওয়াহিদ সর্বশেষ অবশেষে অ্যালবামে একসঙ্গে গান করেন।
0 comments