বিনোদন বার্তাঃ অগ্নিপথ’ ছবির সাফল্য উদযাপনে পার্টির আয়োজন করেছিলেন সঞ্জয় দত্ত। আর সেখানেই বলিউডের নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের স্বামী সিরিশ কুন্দারের গায়ে হাত তুলে হইচই ফেলে দিয়েছিলেন শাহরুখ খান। পরে অবশ্য সিরিশের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলেছেন কিং খান। তবে বলিউডের ব্যাপক আলোচিত এ ঘটনা নিয়ে রশি টানাটানি এখনো থামেনি। এরই রেশ ধরে ঘটনার আগ মুহূর্তে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের ‘গোপন আলাপচারিতা’ নিয়ে এখন নানা ধরনের কানাঘুষা চলছে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে রাত তিনটার পর সঞ্জয়ের ওই পার্টিতে এসেছিলেন শাহরুখ এবং প্রিয়াংকা। অবশ্য তাঁরা একসঙ্গে পার্টিতে আসেননি। তবে সেখানে আসার পর থেকে কোনার একটি টেবিলে একসঙ্গেই বসেছিলেন তাঁরা।
এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে মিডডে ডটকম জানিয়েছে, ‘তাঁরা অন্তত ১৫ মিনিট ধরে আলাপচারিতায় মগ্ন ছিলেন। দুজনই রাত সাড়ে তিনটার পর পার্টিতে এসেছেন। ততক্ষণে অনেক অতিথিই চলে গেছেন। তবে যাঁরা তখনো ছিলেন, শাহরুখ-প্রিয়াংকার টেবিলের ধারে-কাছেও তাঁরা আসেননি। আলাপচারিতার একপর্যায়ে প্রিয়াংকা উঠে পার্টি ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পরই শাহরুখ-সিরিশ ঝগড়ার সূত্রপাত।’
পার্টিতে শাহরুখ-প্রিয়াংকার মধ্যে কী কথা হয়েছিল তা জানা না গেলেও, হঠাত্ করে শাহরুখ কেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং সিরিশের গায়ে হাত তুললেন—তা নিয়ে বলিউডে চলছে নানা জল্পনা-কল্পনা।
0 comments