বিনোদন বার্তাঃ ভারতের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের ডিজাইন করা পোশাক পরে কাল ৩ ফেব্রুয়ারি এক মঞ্চে হাঁটবেন ঢাকা ও কলকাতার তারকারা। ঢাকার তারকার হলেন নোবেল, তিশা, বিন্দু, মম, নওশীন ও মীম। কলকাতার তারকাদের মধ্যে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাওলি দাম। তাঁদের সবার সঙ্গে আরও থাকবেন ঢাকার ২০ জন র্যাম্প মডেল। শুক্রবার সন্ধ্যায় হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ শীর্ষক এই ফ্যাশন শো।
জানা গেছে, ফ্যাশন শোতে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন অগ্নিমিত্রা পাল ও লকেট চ্যাটার্জি। বাকি দুজন আসবেন কাল শুক্রবার। অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের সহযোগিতায় ফ্যাশন শোটি সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে শুরু হয়ে শেষ হবে রাত নয়টায়। ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ ফ্যাশন শো মোট পাঁচটি কিউতে অনুষ্ঠিত হবে।
ফ্যাশন শোর সঙ্গে থাকছে গানের অনুষ্ঠানও। এখানে গান করবেন কলকাতার বাংলা গানের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর।
ফ্যাশন শো থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে প্রদান করা হবে।
জানা গেছে, ফ্যাশন শোতে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন অগ্নিমিত্রা পাল ও লকেট চ্যাটার্জি। বাকি দুজন আসবেন কাল শুক্রবার। অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের সহযোগিতায় ফ্যাশন শোটি সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে শুরু হয়ে শেষ হবে রাত নয়টায়। ‘গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল’ ফ্যাশন শো মোট পাঁচটি কিউতে অনুষ্ঠিত হবে।
ফ্যাশন শোর সঙ্গে থাকছে গানের অনুষ্ঠানও। এখানে গান করবেন কলকাতার বাংলা গানের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর।
ফ্যাশন শো থেকে প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের অধীনে এসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিলে প্রদান করা হবে।
0 comments